সত্যকে ভালোবাসতে জানে যে মনুষ্যসংগীত জানে সে
বিপরীত হলে পশুগর্জন তার প্ৰিয় হবে
কান্ডজ্ঞানের এহেন আকাল যদি ঘটে থাকে
সত্য সম্বন্ধে তার কাছে কী সদুত্তর পাবে
স্থূলের ভুলে বিস্তর সম্ভাবনা যায় যদি মরে
সূক্ষ্মের শেষ বিচারে পথহারা হবে সত্যকে ভালোবাসার অভাবে
যদিও ভালোবেসে তরী তীরে এসেছে পৌঁছয়
তবুও সত্যের অভাবে যাত্রী তীর্থের ঘাট খুঁজে না পায়
স্থির লক্ষ্যকে না জেনে ধনুকের তীর যদি ছুটে যায়
ভালোবেসে জ্ঞানকে বিদ্ধ করা তার অধরাই রয়
আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা ভাল না হাতের লেখা
সত্যকে ভালোবাসা সত্যিই কী সহজ কথা
আচ্ছা ইমিটেশন কী সোনার চেয়েও সুন্দর
ভালোবেসে কষ্টিপাথরের ছোঁয়া ছাড়া বোঝা কী যায় আসল নকল
পিতলের রং দেখে কী আর সোনার দাম কমে যায়
বিফল ভালোবাসা আছে বলেই সফলতার জয়গান গাওয়া যায়
সত্যকে ভাল না বেসে অর্থ ও সম্পদের পিছনে ছুটতে ছুটতে
নিজের অজান্তেই মনের ভারসাম্য যেন হারিয়ে গেছে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা