অবিদ্যার আবাসস্থল অতি ঘোর দুর্গ অতিক্রম করিয়া
জ্ঞানকে ভালোবেসে ক্লেশ-শোকহীন মহাবন পাবে তুমি দেখ ভাবিয়া
সেই বনে ভালোবেসে যে জন প্রবেশ করে তাহার কোন ভয় না থাকে
কিংবা তাহা হইতে কাহারও কোন ভয় থাকে না কোনোকালে
ভালোবেসে এক গুরু বাস করেন হৃদয়ে
দ্বিতীয় কোনো গুরু নাই এই জগতে
ভালোবেসে বন্ধুরূপে যে গুরু হৃদয়ে বাস করে
তার আর দ্বিতীয় বন্ধু নাই এই ব্রহ্মান্ডে
পরমপুরুষের পত্নী হয় প্রকৃতি
তাই ভালোবেসে কর তার স্তুতি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা