সত্য-মিথ্যে সংঘর্ষে জন্ম নেয় তথ্য
আলোচনা ও অন্ধকার মিলে বলে হ্যাঁ এটিই সত্য
সত্যকে যদি শুন্য ধরি
তবে মিথ্যেকে সংখ্যা দিয়ে গুনি
সত্য হবে শুন্য
যা পরমাত্মা নামে জগৎ খ্যাত
সত্য হল পরম
জীব হয় মায়া
সত্য আর ভ্রম হয় যখন সংঘর্ষ
সেই ঘর্ষণে গঠিত এই ব্রহ্মাণ্ড
জীবাত্মা আর পরমাত্মা বাঁধায় যখন গন্ডগোল
তখনই সৃষ্টি রহস্য ডানা বাঁধে ফলস্বরূপ প্রকৃতি ও পুরুষের অবয়ব এই ব্রহ্মাণ্ড খোল
আবার জীবাত্মা আর পরমাত্মার ভালোবেসে হয় যখন মিলন
অচিরেই সৃষ্টি রহস্যের জট খুলে যায় তখন
সৃষ্টিতে শব্দব্রহ্ম দেখায় তার বৈভব
অবার ধ্বংসেও সেই শব্দ ব্রহ্মেরই তান্ডব
বিগ ব্যাং বলে পৃথিবীতে যা খ্যাত
আলোর গতিতে সেই শব্দ দেখায় তার নানা অদ্ভুত কর্মকান্ড
সংখ্যা নিয়ে শুন্য আছে মেতে
আর আমি শুন্য ছেড়ে সংখ্যা নিয়ে হয় পিছিয়ে না হয় এগিয়ে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা