ধর্মান্ধতা ও কুসংস্কার মানুষের মনকে করে যদি গ্রাস
তবে সেই সমাজের সেই মানুষ নিজ ঘরে নিজেই বন্দি যার মূলে ভয়ের সন্ত্রাস
দুর্নীতিগ্রস্ত, ভোগবিলাসী, স্বেচ্ছাচারী যারা
আশ্বাসের কল্পকথা শুনিয়ে বেড়ায় তারা
যে নেতারা বুক ঠুকে গায় জয়ী হওয়ার গান
সেই সুরে মুগ্ধ হয়ে নিচু স্তরের আমি শুনি সুরেলা সেই গান
জনগণের করের টাকা খরচ করে অকাতরে মিথ্যের ঢাক পেটায় যারা
আত্মপ্রচারের সেই মিথ্যে ঢাকের বাজনা আমায়ও জোগায় কেমন উন্মাদনা
মিথ্যে ভাষণ আর অন্যের মুন্ডুপাত করে দেখাই আমি ভাল মানুষ
লজ্জাহীন এই প্রয়াসে জনগণও আমায় জোগায় সাহস।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা