যিনি শুদ্ধসত্ত্বের ধারক আবার তিনিই জ্ঞান ও শক্তি
তবুও আজও ভালোবেসে তার প্রতি আসেনি আমার মতি
চৈতন্যদায়ক শুদ্ধসত্ত্ব
প্রীতির জন্য ভালোবেসে হৃদয়ে হয় আবির্ভূত
জ্ঞানরশ্মির দ্বারা পবিত্র হয়ে অভীষ্টবর্ষনশীল সত্যধারার সাথে
ভালোবেসে ক্ষরিত হও জ্ঞানাধিপতির উদ্দেশ্যে
যে জ্ঞান অন্তরীক্ষের মতো বিস্তৃত
হৃদয়রূপ আধারে ভালোবেসে তার খোঁজ করো
যে জ্ঞান নির্মল অন্তরীক্ষের মতো
নির্মল হৃদয়ে ভালোবেসে দেখ তা কত বিস্তীর্ণ।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা