কাজের মাধ্যমে ঘাম রক্ত ঝরিয়ে ধীরে ধীরে কর্মী থেকে নেতা হওয়া যায়
জনগন কিন্তু তাদের ভালোবেসে অন্য চোখে দেখতে চায়
বৃদ্ধতন্ত্রের সাধনা দিয়ে যেমন জগৎ চলে না
তেমনি সময়ের সঙ্গে নতুন প্রজন্মের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া যায় না
সময়ের চাহিদা বা প্রয়োজনে সত্যকে ভালোবেসে
চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, কর্মপদ্ধতি সংশোধন করো কালের হাত ধরে
কিছুটা ধৈর্য, কিছুটা অপেক্ষা, কিছুটা বুদ্ধিমত্তা
এই নানা জাতীয় ধাপের প্রক্রিয়া হবে না সুষ্ঠভাবে সত্যের প্রতি ভালোবাসা ছাড়া
ধাপের ভাবে সত্যকে ভাল না বেসে যদি ছন্দপতন ঘটে
তবে নবীন-প্রবীণে দ্রুত বিভেদরেখা স্পষ্ট হবে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা