যে সত্যকে ভালোবাসিতে জানে
তার সর্বদাই কৈশোর বয়স থাকে
যিনি সত্যকে ভালোবেসে পূর্ণব্রহ্মসুখে মগ্ন
তিনি পূর্ণব্রহ্মের প্রকাশমান মূর্তিময় স্তম্ভ
সত্যের প্রতি ভালোবাসা করবে তোমায় ক্রোধ ও মাৎসর্য শুন্য
ভেদজ্ঞান দূরে ঠেলে হবে তুমি অহংকার শুন্য
সত্যের অবস্থান গুহ্য হইতেও গুহ্যতম
আবার ভালোবেসে তিনিই রসনীয় ও পবিত্র
অক্ষয়, অব্যয়, পরমানন্দময় সত্যকে সম্পূর্ণ যত্নসহকারে হৃদয়ে নিহিত করে
ভালোবেসে অন্তরে স্থাপন কর কর্মগুনে।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা