মানুষের চোখ দুটো ভালোবেসে সব কিছু দেখতে পায় একথা যেমন সত্য
আবার অনেক কিছুই অদেখা থেকে যায় মিথ্যে নয় একথাও
জ্ঞান চক্ষু বিবেক দিয়ে মনকে  বলে যা দেখতে
দুই চর্ম চক্ষু শুধুই তা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে
চর্ম চক্ষু খোলা রেখে আমার বন্ধ বাকি চক্ষু
তবে কেমন করে দেখতে পাবো সেই অমূল্য বস্তু
শুনতে পাই অদৃশ্য বিদ্যাশক্তিতে ভালোবেসে খুলে যায় জ্ঞানচক্ষু
আমি যে বিদ্যা অর্জন করতে পারিনি তবে কেমন করে লাভ হবে অদৃশ্য বস্তু
দুই চক্ষুর চাহিদা ভালোবেসে শেষ করতে পারিনি এখনও
তবে কী করে অবশিষ্ট চক্ষুর সন্ধান পাব।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা