সত্যের ধর্ম ভালোবেসে এত সংকীর্ণ নয়
যেমন কিছু সংকীর্ণমনা মানুষ
হয়
জ্ঞান নিয়ে আমাদের অনেকের বদ্ধমূল ধারণা
ইংরেজি ছাড়া সত্যকে ভালোবাসা যায় না
যা কিছু জ্ঞানের কথা ইংরেজি দিয়ে ঘেরা
মাতৃভাষাতুল্য যে অমৃত ভাল না বেসে থাকে উপেক্ষিত
আমি কী ভালোবাসি স্বদেশি ভাষা
না কী আশা পূরণ করতে দরকার ভিন্ন ভাষা
ভিন্ন ভাষা ছাড়া আশা পূরণ হবে না
ভালোবেসে এই কথা স্বীকার করতে মন যে চায় না
বলতে পারো কোন শতকে ভালোবেসে মাতৃভাষাতুল্য জ্ঞান চর্চাকে
সম্পূর্ণ নতুনভাবে জটিল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিবে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা