ত্রিভুবন একটি গৃহের মতো প্রতীয়মান হলে
বুঝিবে সত্যের প্রতি ভালোবাসা সার্থক হয়েছে
সত্যকে ভালোবেসে অদ্বৈতভাবনা যাহার হয়েছে উদয়
তাহার আর ভাবনার থাকে না কোন বিষয়
ভালোবেসে সত্যলাভ অল্পভাগ্যে ঘটে না
ঘটিলে মনের চরিতার্থ হয় - কখন অবসন্ন হয় না
যে শক্তিবলে ভালোবেসে সত্যকে জানিতে পারা যায়
তাহাই বিদ্যা বলিয়া কথিত হয়
ভালোবেসে সত্যের নিকটে পৃথিবীর আধিপত্য
বা স্বর্গাদি কামনা অতি তুচ্ছ
সত্যচিত্ত প্রশান্ত এবং স্বয়ং মনোহর ও জিতেন্দ্রিয়
তাই তাহাদিগের অন্তঃকরণ ভালোবেসে সর্বদাই করুনারসে আর্দ্র
বিনা কারণেই এই লেখার প্রয়োজনীয়তা আছে
না কী ভালোবেসে কারণ কিছু থাকে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা