ফেরারী মনের কথায় চলে যে
ভলোবাসা হবে না তার এ জীবনে
ফেরারী মন দেখতে যে কেমন
বুঝতে হলে ভালোবাসা প্রয়োজন
ফেরারী মন কোথায় কখন যাবে
ভালোবেসে তার চাওয়া পাওয়া কে পূরণ করবে
ফেরারী মনকে যে আনতে পারে বশে
ভালোবেসে তার বসতি হয় তাকে কেন্দ্র করে
ফেরারী মনের খেলা যে জন খেলে ভাই
ভালোবেসে  কেন তার দেখা না পাই
দেহ থাকে যেথা ফেরারী মন থাকে না সেথা
তবে কার সনে হবে মোর ভালোবাসা
ফেরারী মনের খেয়াল কখন কী হয়
তাইতো ভালোবাসতে ভয় হয়।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা