ভালোবেসে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ধরি আমরা হিমালয়কে
তবে জ্ঞান শৃঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি হবে
জনসংখ্যায় নয় কর্মদক্ষতায় মানুষের শক্তি বৃদ্ধি
সত্যকে ভালোবেসে ভেবে দেখ এই উক্তি
সত্যকে ভালোবেসে মুক্ত কণ্ঠে কথা বলার স্বাধীনতা যদি না পাই
তবে সামরিক তন্ত্র, রাজতন্ত্র বা গণতন্ত্র কার আশ্রয়ে যাই
সন্তানের প্রতি মায়ের ভালোবাসা
যেন নদীর গতি নিয়ে পথচলা
অবজ্ঞা নয় অবহেলা নয় অনাদর নয়
আরও যত্নে ভালোবেসে দেখ পাবে জ্ঞানের পরিচয়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা