ব্রহ্মাণ্ডের যাবতীয় কর্ম করে যে নিখিল-আধার
সত্যকে ভালোবাসা ছাড়া পাবে না তার সাক্ষাৎকার
হৃদয়ে সবার শান্তি হবে অধিষ্ঠান
যদি জ্ঞানকে ভালোবাসো তবে পাবে তার সন্ধান
সেই মহাবিজ্ঞ বিচক্ষণ মহা বুদ্ধিমান
ভালোবেসে যাহার হৃদয়ে আছে জ্ঞানের অধিষ্ঠান
মনোব্যথা কোন জন পায় না কখন
ভালোবেসে যার হৃদয়ে আছে জ্ঞান পরিপূর্ণ
সত্যকে ভালোবেসে যে কর্ম করিলে চিত্ততোষ জন্মিবে
ভেবে দেখ মন কী চায় সেই কর্ম করিতে।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা