ভালোবেসে ক্ষমতার লড়াই চলছে সৃষ্টি থেকে
এর গুনাগুন কোনোদিন শেষ নাহি হবে
ভালোবেসে যে ক্ষমতা পায় তার মত যা দাঁড়ায়
আর যে ক্ষমতা হারায় তার মত এক না রয়
ভালোবেসে ক্ষমতার পাগল যদি হই
তবে আমি সেই অক্ষমতার বশে রই
মুখে অনেকে অনেক কথা বলত পারে
কিন্তু ক্ষমতার ভালোবাসা ক'জন ছাড়তে জানে
ক্ষমতায় জন্ম, ক্ষমতায় বৃদ্ধি, ক্ষমতায় মৃত্যু
তবুও কেন সত্যকে ভাল না বেসে এলোমেলো চোখ আর হাত বুলিয়ে যাচ্ছি শুধু
ক্ষমতা নিয়ে যদি কখনও আক্ষেপ হয়
ভালোবেসে সে কাজ যে ক্ষমতারই কয়
ভালোবেসে ক্ষমতায় ধরা এ ব্রহ্মাণ্ড
তবুও কেন স্মরণ করো না তার কর্মকান্ড
ভালোবেসে ক্ষমতার স্বাদ যিনি পেয়েছেন হাতে
সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে বাকি সকলে তার অধীনে
ভালোবেসে যে যখন ক্ষমতায় আসে
ক্ষমতাহীন অবস্থাটা তখন ক্ষমতা তাকে ভুলিয়ে রাখে।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা