সরল পথে সরল সহযাত্রীদিগের সহিত যাত্রা করিলেও
সত্যকে ভাল না বাসিলে তিনি হন পদে পদে স্খলিত
সত্যকে ভাল না বেসে বুদ্ধি থাকিলেও বুদ্ধিমানদিগের প্রবোধবাক্যে
তাহার বোধোদয় হয় না কোনমতে
সত্যকে ভাল না বাসিয়া রাগ দ্বেষের বশবর্তী হইয়া
সংসারে ক্লেশ পাও দেখ ভাবিয়া
সত্যকে ভাল না বেসে ইন্দ্রিয়বৃত্তি সকল যদি উচ্ছৃঙ্খল হইয়া ওঠে
তবে তার কিছুমাত্র সুখানুভব হবে না এ জীবনে
সত্যকে ভালো না বেসে কামানলের সন্তাপে রাত্রিকালে সুনিদ্রা হয় না
আবার অর্থপার্জন চিন্তায় দিবসে সুখ মেলে না।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা