সুখের পেছনে ছুটতে ছুটতে সুখ হল সারা
তবুও ভালোবেসে সুখ আমায় দিলো না ধরা
অধরা বস্তু ধরতে গিয়ে জীবন রাখি বাজি
তবুও পেলাম না সেই সুখের চাবি
সব হারিয়ে সুখের তরে আমি দিন ভিখারি
দেখলে আমায় বলে লোকে এর পাগল হওয়ার এখন আর নেই বাকি
ছুটতে ছুটতে রাস্তাই এখন এসেছে ফুরিয়ে
ক্লান্ত শরীর আর সুখ চায় না, চায় যেতে বিশ্রামে
মৃত্যুর মুখে সুখ আছে জানতাম যদি আগে
তবে জন্মটা দিতাম না বৃথা ভুল ভাবতে ভাবতে।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা