জ্ঞান ও কর্মে ভালোবেসে সঙ্গে থাকে যদি শক্তিরূপ ঘৃত
তবে তোমার অভিষ্ট পূরণে শুদ্ধসত্বকে করো অভিষিক্ত
জ্ঞান ভক্তি কর্মে হয় যদি সমান মন ও সমান চিত্ত
তবে অবলীলাক্রমে ভালোবেসে হবে সৎকর্ম
জ্ঞানাগ্নি হৃদয়স্থিত শুদ্ধসত্ত্ব লাভ করে বিচরণ করছে
তবে আমার মন কেন প্রজ্ঞানাধারের কথা ভাল না বেসে ভুলে থাকছে
সত্যকে ভালোবেসে তারাই হয় ঋষিপদবাচ্য
যারা জিতেন্দ্রিয়, অতীন্দ্রিয়দ্রষ্টা, যারা সৎকর্মপরায়ণ ও আত্মৎকর্ষসম্পন্ন
তাদের সৎকর্ম প্রভাবে তারা ভালোবাসে চিত্তের উৎকর্ষতা
তাই জ্ঞান বহ্নি স্বতঃই সন্দীপিত রাখে তার ধারা।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা