শ্রম আর শ্রমিকের কথা ভাবি না আমি
তবুও যে কবিতা লিখতে চাহি
সহজ ভাষায় অল্প পরিসরে যদি না পারি ভাবতে
এসব কিন্তু জ্ঞানের অভাব থেকেই ঘটে
শ্রম ও অর্থনীতির রয়েছে নিবিড় সম্পর্ক
তথ্য ও ঘটনার বিবরণ পরিসংখ্যানে যা স্পষ্ট
শ্রম ও শ্রমিকের যথার্থ বিবরণ
আমার মন তা শুনতে করে বারণ
প্রতি সেকেন্ডে যাদের আয় ৫ লক্ষ টাকার কম বা বেশী
তাদের আবার প্রাক বিয়ের অনুষ্ঠানে খরচ হাজার কোটি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা