সত্যকে ভালোবাসতে না পারার তিন অজুহাত  দাঁড় করাতে যদি চাও
তবে তা হবে ভয়ঙ্কর অমানবিক দায়স্খলন যা অক্ষমনীয়
অতঃপর নানারকম তত্ত্ব ও তথ্যজালে এই ব্যর্থতার বিশ্লেষণ চলে
আর সত্যকে ভালোবাসার কথা এড়িয়ে চলি কৌশলে
বিপন্ন নাগরিকের প্রাণ রক্ষা করতে জীবন হয় যদি ওষ্ঠাগত
সেখানে সত্যকে ভালোবাসার কথা তাদের কাছে করুণভাবে অক্ষমতামাত্র
সত্যকে ভাল না বাসার দায়স্খলন ঘটছে ঘটবে
তা কিন্ত একাধিক স্তরে তার নানা প্রতিফলন ঘটে
সত্যকে ভাল না বাসার অক্ষমতা মার্জনার অতীত
যা অপরিসীম দুর্বলতা ও অদক্ষতার অক্ষম ইঙ্গিত
সত্যকে ভালোবেসে ঠিকমতো "বোঝা" হল কিনা
তার সাক্ষ্য দিবে ভবিষ্যত  সময়ের গর্ভে যা আজও অজানা
সত্যকে ভাল না বেসে করো যদি হিমালয়সমান অবজ্ঞা
তবে সেই মূল্য তোমাকেই চোকাতে হবে যা কালের হাতে আছে ধরা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা