পরদ্রব্যপরায়ণ, পরাপবাদে নিরত ও পরদ্রোহে তৎপর যাহারা
সত্যকে ভাল না বাসাই যেন তাদের ভবিতব্যতা
ভালোবেসে ধনলোভে মিত্রকে বঞ্চনা করা
ঠিক যেন সত্যকে উপেক্ষা করা
দাম্ভিকতা, দ্বেষ ও উপহাস থাকিলে
ভালোবেসে সত্যকে কায়মনোবাক্যে স্মরণে না পাইবে
যাবৎকাল না রসোনাগ্র ভালোবেসে সত্য কথা উচ্চারণ করে
তাবৎকাল পর্যন্তই শরীরে অজ্ঞান অবস্থান করিতে পারে
সত্যের কী করুনাপূর্ণ হৃদয়
না চাইতেই ভালোবেসে জন্ম, জীবন, মৃত্যু উপস্থিত হয়
ভালো না বেসে অজ্ঞানতাকে ছাড়ে যেই জন
তৎক্ষণাৎ নিরয় হইতে মুক্ত সেই জন।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা