এমন মানুষ আছেন কী
ব্যথা ছাড়া ভালোবাসা বুঝেন তিনি
ব্যথা দিলে অনুভূতিতে লাগে
কিন্তু মন ভালোবেসে ভালোবাসা বুঝতে না চাহে
এমন মানুষ পাবো কী আমি
ভালোবেসে ব্যথা দিবেন না তিনি
ভালোবেসে ভালোবাসার ব্যাথা বোঝে
এমন মানুষ পাই না খুঁজে
অন্যেকে ব্যথা দিয়ে যারা তৃপ্তি পায়
তারা ভাল না বেসে ভালোবাসার করে অভিনয়
আঘাত পেলে কষ্ট আসে মনে
আবার ভালোবাসা পেলে মন সে সব ভুলে থাকতে জানে
ভালোবাসার পাগল আমি
আঘাত পেলেও ছাড়তে না জানি সেই পাগলামি
আঘাত করে যদি তোমার সুখ হয়
তবে ভালোবাসতে কেবা কয়
ভালোবেসে তোমার আশায় দিন কাটে আমার
দিন শেষে আশা করে আঘাতটুকুই সম্বল যে আমার
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা