বিদ্যা ভালোবেসে মৎসরূপে জলে থাকে
আর অবিদ্যা মাছরাঙার সাজে তার উপর নজর রাখে
চাল গরম জলে ফুটিয়ে অন্ন প্রস্তুত হয়
কিন্তু ভালোবেসে চালতা জ্বালে অন্ন পাবে না নিশ্চয়
জল আর জলপাই ভালোবেসে যদি এক করে দেখি
তবে জ্ঞান দৃষ্টির সক্ষমতা এখনও আমার হয়নি তৈরী
আবার জল আর পানি যে একই পদার্থ
জ্ঞানদৃষ্টির অভাবে ভালোবেসে বুঝতে না পেরে আজ আমি হয়েছি অপদার্থ
ঈশ্বর, আল্লাহ, গড ভালোবেসে অক্ষর নিয়ে খেলে
সেই বর্ণের বর্ণ বুঝতে না পেরে আমার পাগলামি এখন আরও গেছে বেড়ে
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা