জ্ঞান যদি ভালোবেসে আসে তোমার দ্বারে
ভাবের রস তুলে নিও দু হাত ভরে
জ্ঞানের এত ব্যবহার শিখে শেষ করা যাবে না
তাই ভালোবেসে লিখেও তার অন্ত পাওয়া যায় না
রসনারসিক পাঠকবর্গ রস সংগ্রহে চেষ্টায় রত
তাহারা ভালোবেসে সেই রস পেলে সত্যিই হয় আপ্লুত
জ্ঞান তোমার যতই থাকুক অর্থহারা হলে
ভালোবাসতে নিমরাজি এই মানব সমাজে
জ্ঞান নয় অর্থের ঘাটতিতে আপনজন দিবে ব্যথা
ভালোবাসা ভুলে তুমি পেতে পার সেই ব্যথা যথা তথা
জ্ঞান নয়, অর্থছাড়া হলে পুরুষ
দুঃস্বপ্ন তাড়া করে হয়ে ফানুস
জ্ঞান নয়, ভালোবেসে অর্থ না পেলে
ব্যথা ভরা দুঃখ পাবে ক্ষনে ক্ষনে
জ্ঞান নয়, যদি অর্থ না থাকে তোমার সাথে
ভয়যুক্ত ভীতব্যক্তি ভাববে মানুষ তোমায় দেখে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা