ভুমন্ডলে সমুদ্র পর্বত বৃক্ষ ভূভার নহে
বিদ্যাকে ভাল না বেসে জ্ঞানহীন মানব ভারভূত জানিবে
দেহ সত্বর গমনশীল, সঞ্চয়ও ক্ষয়বহির্ভুত নহে
কিন্তু জ্ঞানের প্রতি ভালোবাসা চিরদিন রবে তোমার সাথে
এই দেহ অন্তে কাক কুক্কুর এবং কৃমিপ্রভৃতির ভোজ্য
জ্ঞানকে ভাল না বাসিলে শরীরের পরিণাম হইতেছে ভস্ম
লোকে এই যে জাতিভেদ কল্পিত হইয়াছে এই কথা সত্য
তবে একথাও মিথ্যে নয় জ্ঞানের প্রতি ভালোবাসা ছাড়া সকলি অলীক মাত্র
জ্ঞান এর এত সৌন্দর্য, এত সৌরভ কোথা হইতে হইবে
যদি ভালোবেসে তার সর্বাঙ্গব্যাপিনী ঐশ্বর্য না থাকে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা