"ব্রহ্ম", "আত্মা", "চৈতন্য" তখনই এক বলে মানি
যখন জ্ঞানকে ভালোবাসতে শিখি
ভালোবেসে চোখের জল মুছিয়ে দিতে পারো
কিন্তু ঘুচিয়ে দিতে জ্ঞান নিয়ে আসো
ভাল না বেসে মতিটাকে যদি হারিয়ে দিতে পারো
তবে জ্ঞানরূপ কোহিনুর মণি হবে তোমার করতলগত
কেবল আধ্যাত্মিক পথে নয়
ভালোবেসে সমাজকর্মের পথটি ছাড়া কাটবে না সংশয়
ভালোবেসে আত্মজ্ঞান ও সমাজকল্যাণ করতে যদি চাও
তবে বিজ্ঞান সাধনায় মগ্ন হও
জন্মমৃত্যুরূপ সংসারসাগর এটি অনন্ত
জ্ঞানকে ভাল না বাসলে পাবে না তার আদি ও অন্ত
মানুষ বুঝতে পারে না জ্ঞানকে ভালোবাসার অভাবে
কতটুকু তার যোগ্যতা, কতটুকু তার তেজ আছে
যিনি জ্ঞানকে ভালোবাসেন না তিনি অতি মন্দ
মন্দ তার মতি মন্দ তার ভাগ্য।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা