জ্ঞানকে ভাল না বেসে বিকৃত ভাবনা বিকৃত তথ্য নিয়ে জীবন চলা
সে তো ঘুনে ধরা জীবনের অংশ যা দিয়ে তার পথচলা
অজ্ঞানের চমক  ভালোবেসে প্রথমে মুগ্ধ করে
তারপর ধীরে ধীরে চোরাবালিতে টেনে নিয়ে মারে
জ্ঞানকে ভালোবেসে মতপ্রকাশের স্বাধীনতা সকলের আছে
আবার তাকে রক্ষা করাও কম গুরুত্বপূর্ণ নহে
নিষ্প্রাণ বস্তুকে ভাল না বেসে আস্ত প্রাণকে ভালোবাসো
আর পূর্ণ শান্তিময় ও পরম পবিত্র মৃত্যুমুহুর্ত রচনা করো
বিদ্যাকে ভালোবেসে মনের মধ্যে যদি জ্ঞানের বিকাশ ঘটে
তবে মানুষের অহংকার কিছুটা হলেও প্রশমিত হবে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা