জ্ঞানকে ভালোবেসে চতুর রসিকগণ করেন শ্রবণ
রসময় ফল তার হয় আস্বাদন
জ্ঞানকে ভালোবেসে শাস্ত্রের ইতিহাস যার আছে হৃদয়ে প্রকাশ
সময় কী আছে তার অন্য ভাবনা করার অবকাশ
তাহাই কর্ম ভালোবেসে যাহা করিলে কল্যাণ সাধন হয় অন্তরে
ফল স্বরূপ পাবে তুমি দিব্যজ্ঞান অন্তরে
জ্ঞানকে ভাল না বেসে সুখের আশে ভ্রম কর্ম করে যত নর
বলতে পারো সুখ কোথায় দেহের বাইরে না  অন্তর মাঝার
বৈরাগ্য বিজ্ঞান আদি সেই জন পায়
ভালোবেসে যার হৃদে প্রভু সহায় হয়
জ্ঞানকে ভালোবেসে ভক্তিভরে প্রভু ভজনে ভক্তি জন্মে হৃদয় মন্দিরে
ভক্তি হতে মুক্তি পাবে অন্তর মাঝারে।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা