তুমি আমাকে ভালোবাসো না ক্ষমতাকে
তবে ক্ষমতায় থাকলে আমাকে ভুলে থাকো কেমন করে
আমি ভালোবেসে ক্ষমতায় গিয়ে অন্ধ হলাম
না কী অন্ধই ছিলাম শুধু নিজের দোষ ঢাকতে ক্ষমতার দোষ দিলাম
ভালোবেসে ক্ষমতার লোভ ছাড়া নাহি যায়
তাইতো আমরা সকলে ক্ষমতার দাস একথা মিথ্যে নয়
ক্ষমতা পেতে রাজনীতি কূটনীতি কতনীতি জানতে হয়
তবেই তো ভালোবেসে ক্ষমতা পাওয়া যায়
দেবরাজ ইন্দ্র থেকে মর্ত্যের ছোট কীট পর্যন্ত
ভালোবেসে যে যেখানে আছে তার ক্ষমতা থাকে নির্দিষ্ট
জ্ঞানকে ভাল না বেশে ক্ষমতার বড়াই করা ভাল নয়
কারণ কার কখন ক্ষমতা আসে যায় তা স্থির নাহি নয়
ভালোবেসে ক্ষমতাই মানুষকে উর্দ্ধগামী করে
আবার প্রয়োজনে অধঃগামী করতেও জানে
জ্ঞানকে ভাল না বেসে ক্ষমতায় এসে
মানুষ তার দায়িত্ব কর্তব্য অধিকার যায় ভুলে।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা