ভালোবেসে জ্ঞানের কারণ চিন্তা করা
অকারণ চিন্তা করে শুধু সময় নষ্ট করা
ধ্বনি, বর্ণ, পদ ও বাক্য দ্বারা জগৎ সম্যক আবদ্ধ
তাই জ্ঞানকে ভালোবেসে সেই বন্ধন করো মুক্ত
ধ্বনি হয় নাদময়, বর্ণ অক্ষরাদি " শ", " ব" ইত্যাদিকে পদ বলি
আর সেই পদের সমষ্টি বাক্যকে জ্ঞান বলে ভাবি
অল্পজ্ঞান, অল্পভাগ্য, অল্পশক্তি দ্বারা পরিচালিত হন যাহারা
জ্ঞানকে ভালোবেসে তাতে বৃদ্ধি ঘটাতে চেষ্টায় রত তাহারা
অজ্ঞান চোরকে সাধু ও সাধুকে চোর মনে করতে শেখায়
আর জ্ঞান ভালোবেসে তাকে সঠিক পথ দেখায়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা