জীবনের প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান
কিন্তু আমার মতন অজ্ঞান জীবের সেই মুহূর্তের নেই কোন দাম
আগামীকালটা কী আমি জানি না
অথচ আজকের মিথ্যে অহংকারটা ছাড়তে রাজি না
গতকালটা হয়ে গেছে ইতিহাস
তবুও মুক্ত করলাম না গলায় পরানো অহংকারের ফাঁস
আজকের দিনটা ভবে পেয়েছি উপহার
তবুও কেন পরতে পারলাম না বক্ষে নিরহঙ্কারের সেই হার
সুন্দর সুপ্রভাত আসুক প্রতিটি মানুষের জীবনে
আর সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলি জীবনকে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা