জ্ঞানরূপ পরম ধন অবিচ্ছিন্নরূপে থাকুক আমার কাছে
ভালোবেসে এই আবেদন রাখি শোভন শক্তি সম্পন্ন শক্তির কাছে
হে আমার হৃদয়নিহিত শুদ্ধসত্ত্ব
অন্তরীক্ষলোকের হিতসাধনের জন্য ভালোবেসে তুমি আমায় করো নিযুক্ত
হে শুদ্ধসত্ত্ব, ভালোবেসে তোমার আশ্রয়ে আছে যারা নিযুক্ত
আশ্রয়স্বরূপ সেই সকল লোক হোক বিশুদ্ধ
হে শুদ্ধসত্ত্ব, তুমি সুষ্ঠরূপে ব্যাপ্ত সৎকর্মের পরিচালকদের অগ্রগামী
তাই হৃদয় গুহায় অবস্থিত তোমাকে ভালোবাসি
হে শুদ্ধসত্ত্ব, যে ঔষধে তুমি হৃদয়ে হও প্রকটিত
ভালোবেসে সেই পরম ধন লাভে হই যেন সমর্থ।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা