চিন্তা রোগের রোগী আমি
আসে না আমার ঘুম
কোন ঔষধে সারবে ব্যারাম
বললে আমি পেতাম আরাম
শুইলে আসে না নিদ্রা
ঘুমে চায় বিছানা
কে বুঝবে আমার এ বেদনা
একথা এখনও আমার অজানা
ডাক্তার ধরতে পারে না রোগ
তবে কোন ঔষধে ঘটবে এই রোগের বিয়োগ
ডাক্তার আছে ঔষধ নাই
রোগ আছে বিধান নাই
এমন রোগ হয়েছে আমার
যার সাক্ষী একমাত্র স্বয়ং বিধাতা আবার।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা