হেতু নামক শব্দটি দুর্বল করে মানুষের চিত্ত
যদি জ্ঞানের প্রতি ভালোবাসা না থাকে মুহুর্ত মাত্র
ভাল কাজ ভাল না বেসে বাধা দিতে কৌশল হিসেবেই তুমি আমি আপত্তি
বাধাদানের রোগটি পুরোনো তাই আপত্তি তুলে সময় নষ্ট করি
অসুবিধার যুক্তি শুনে না আপত্তিদানের কুনাট্য
তাই জ্ঞানের প্রতি ভালোবাসা না থাকলে নিজ কৌশল তার আত্মঘাতী হয়ে দাঁড়ালো
জ্ঞানহীন লোকে ভালোবেসে আশ্চর্য দর্পিত সব মন্তব্য করে
নিজের মুখটি পুড়িয়ে জনমনে আরও বিতৃষ্ণা ঘনিয়ে তোলে
দুর্নীতি, অনৈতিকতা ও স্পর্ধার দৃষ্টান্তে ভালোবেসে আমিই হবো সেরা
নিজের মুখচ্ছবি ম্লান থেকে ম্লানতর করে তবেই মনে পাবো সান্ত্বনা।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা