ত্রিলোকগুরু ভানুর পাদযুগ্ম অর্থরূপে দেখি আমি
তুমি অস্তগমণ করিলে ভালোবেসে আমায় তাপ দিবে কে বলো দেখি
অর্থ না থাকিলে উৎসাহশক্তি হারিয়ে
পতিত হই যেন বহুকন্টক ও তস্করভয়ে
তৃষ্ণার্ত ও বহুশোকবিমূঢ়চিত্ত হইয়া খুঁজি আমি অর্থকে
মৃত্যুভয় থেকে দূরে থাকি যাহা সঙ্গে থাকিলে
অর্থের তেজোরাশি যদি থাকে হাতে
তার মত শক্তিমান কেউ কী আছে ভবে
অর্থ থাকিলে সেই মানুষের গুণের সীমা নাই
আর অর্থহীন ব্যক্তি শুন্য দৃষ্টি নিয়ে ঘুরে তাই
অর্থ যদি থাকে হাতে ব্যাধি-দুঃখ পালায় দূরে
কুলাঙ্গার আমি সেই অর্থ পারি না করিতে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা