ভালোবেসে পলি জমে নদীর বুকে স্রোত গেছে থেমে
আর আকাশের পলিতে বিদ্যার স্রোত আমার অন্তর থেকে গেছে মুছে
যথার্থ প্রশ্ন করে উন্নয়নমূলক কর্মকাণ্ডের শরিক হবো
আর সেই সত্য মন্দির খুলতে ভালোবেসে সকলের আশীর্বাদ চাইবো
আধুনিক ভাবনা নিয়ে যুগের সাথে চলবো
ভালোবেসে নতুন প্রজন্মকে তার সঠিক দিশা দিয়ে যাবো
কিছু ক্ষেত্রে ভালোবেসে দেখাবো সক্রিয়তা আবার কিছু ক্ষেত্রে নীরবতা
এই দোলাচলে আমার সুবর্ণ সুযোগ যেন না হয় হাতছাড়া
জ্ঞানের অলংকার ভালোবেসে থাকে যদি গলায়
তবেই তোমার আসন হবে জগৎসভায়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা