মিষ্টি ছাড়া মধু যেমন বধূ ছাড়া বাসর রাত তেমন
ঠিক তেমনি স্বার্থ নিয়ে ভালোবেসে আমি গড়েছি আমার স্বপ্নের ভুবন
সিগারেট ছাড়া শুন্য প্যাকেট নিয়ে নাড়াচাড়া করি
আর ভালোবেসে নেশা করবো বলে ঘুরে মরছি
সুরা ছাড়া মদের বোতল ধরি আমি শক্ত হাতে
আর ভালোবেসে অলীক বাসনায় বিচরণ জগৎ জুড়ে
রস ছাড়া ভাবের ঘরে রসিক সেজে বসে আছি
আর বুঝতেই পারিনা রসশুন্য হাঁড়ি বাজে বেশি
ভাব ছাড়া ভাবুক আমি ন্যায় ছাড়া বিচার খুঁজি
সৎজ্ঞান সৎকর্ম ভাল না বেসে অসৎ জ্ঞানে ডুবে থাকি
অর্থকে ভাল না বেসে তাকে করি অনর্থ
আর ভালোবেসে তার অর্থ খুঁজে বেড়াই যত্র তত্র।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা