মুখ দেখে মনের কথা যেই বলতে পারে ভাই
তার মতো ভালোবাসার বান্ধব যে আর নাই
সিন্ধু পারে বিন্দু খোঁজে সিন্ধু ছেড়ে
আবার তাহার ভালোবাসা মনে প্রাণে কাহার সনে
ভালোবেসে আদর করে জীবনসাথী ছিল যারা
তারাই আবার জন্মের মতো বিদায় দিবে শেষ যাত্রা বেলা
যদি কিছু থাকে বাকি সময় থাকতে খুলো আঁখি
ভালোবেসে ফিরে তাকাও বাকি যেন না দেয় ফাঁকি
দেহকে ভালোবেসে দেহীকে ভুলে থাকি
আবার জ্ঞানকে ভালোবেসে দেহ ভুলে দেহীর খোঁজ করি
দেহী দেহ গড়ে প্রাণ খুলে
ভালোবেসে এত দেহ গড়েও শান্তি পায় না সে
দেহীর দেহ অন্তহীনরূপে করে খেলা
জ্ঞানকে ভালোবেসে দেখ কী সুন্দর মিলন মেলা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা