ভালোবেসে পর্য্যঙ্কশায়িগণের নিদ্রায় যে প্রকার সুখ
ভূমিশায়ী ব্যক্তিগণের নিদ্রাতেও সেই প্রকার সুখ
রূপলাবণ্যবতী সহস্র সহস্র রমণী থাকলেও লাভ হবে না
কারণ মৈথুনসময়ে ভালোবেসে এক রমণীই প্রয়োজনীয়া
শতাধিক অশ্ব বা যদি থাকে বহুতর হস্তী
আরোহণসময়ে ভালোবেসে একটিই আপনার উপযোগী
ব্রম্হা হইতে ক্ষুদ্রকীট সকলেরই মৃত্যুভয় যেরূপ
জ্ঞানকে ভালোবাসিলে সেই ভয় হয় না তদ্রুপ
ভালোবেসে সকল প্রাণীই তুল্য, কিন্তু বুদ্ধি দ্বারা বিচার করিয়া
জীবে দয়ার তুল্য ধর্ম জগন্নমন্ডলে কোথাও পাবে না
ভালোবেসে একটি জীব রক্ষা করিলে ত্রৈলোক্য রক্ষার ফল হয়
সেইরূপ একটি প্রাণীর বধে ত্রৈলোক্যবধের পাপ কয়
প্রাণীর অহিংসাকেই পরম ধর্ম বলিলে
ভালোবেসে জ্ঞানধর্মে তার উল্লেখ আছে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা