জ্ঞানকে ভালোবেসে সামাজিক সম্পদের বন্টনে ও ভোগে যদি সুষমতা থাকে
তবেই তার প্রকৃত সৌন্দর্য্যবোধ ফুটে উঠে
জ্ঞানকে ভাল না বেসে সমস্ত ঘরে আগুন দিয়ে
সন্ধ্যাপ্রদীপ জ্বালালে কোনো লাভ কী হবে
মস্তিষ্কের নিয়মিত ব্যায়াম করাতে বই পড়তে হবে
আর সেই নিয়মিত ঘর্ষণে মস্তিষ্কে ভালোবেসে জ্ঞানের আলো জেগে উঠে
ব্রহ্মের আছে অন্ড সেখান থেকে হয় ব্রম্হান্ড
প্রাণের ঘরে জ্ঞানের ঘোরে দেখ তার কর্মযজ্ঞ
আগামীকাল বাঁচবো কিনা তার ঠিক নাই
ভালোবেসে আগামী বছরের জন্য জামা সিলাই।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা