যিনি সুন্দর ধনী বলশালী প্রতিভাবান
ভালোবেসে তিনি আবার মানুষ হতে চান
দরিদ্র অসুন্দর বলহারা প্রতিভাহীন যিনি
ভালোবেসে মানুষ হওয়া তার কাছে স্বপ্ন ছাড়া আবার কী
পেটে অন্ন, গায়ে বস্ত্র, অসুখে চিকিৎসা ক্ষমতা নেই যার
জ্ঞানকে ভালোবাসার যোগ্যতা আছে কী তার
শব্দ চয়নে যদি কেউ পেয়ে থাকেন ব্যাথা
জ্ঞানকে ভাল বাসতে পারিনি বলে বর্ণ শব্দ বাক্যে করে দিবেন ক্ষমা
জ্ঞানকে ভালোবেসে আজ মাথা না নোয়ালে
মৃত্যু যে আমাকে ছেড়ে কথা না বলবে
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা