তথ্য ও জ্ঞান মৌখিক মাধ্যমে পরম্পরাগতভাবে হয় সঞ্চারিত
গ্রন্থিত দু'মলাটে থাকে তাদের সংহত রূপ - এও এক সত্য
অনিয়মিত পর্যালোচনা ও দেখভালের অভাবে
যা আজ পঞ্চত্বপ্রাপ্তি হওয়ার পথে
এ পোড়া কপালে এটি কোনও নতুন বিষয় নয়
বইয়ের রক্ষণাবেক্ষণ বা স্বাস্থ্যরক্ষা আমার চেয়ে কম গুরুত্বপূর্ণ নিশ্চয়
যে মানসিকতার রোগে আজ আমি আক্রান্ত
তা দেহকে কুড়ে কুড়ে খেয়ে নেবে যা আছে অবশিষ্ট
একটি গ্রন্থ কেবল নয় একটি গ্রন্থ
তাতে বিধৃত থাকে একটি সময়, সভ্যতা, অতীতও
যে অতীত এক পরম ঐশ্বর্য
যার সংরক্ষনে ধরা থাকে প্রকৃত সত্য
যে সম্পদ সতত নতুন মণি- মানিক্য যুক্ত
অথচ সেই চেতন দুর্ভাগ্যজনক ভাবে আজও হয়নি মনে প্রোথিত
আত্মঘাতের সমতুল হয় যে কর্ম
সেই বর্তমান সত্যকে অতীত গর্ভে তুলে দিয়ে আমি থাকি বিস্মৃত।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা