জৈবিক দেহে রস আস্বাদনে
জিভের ভূমিকা ভালোবেসে কে না জানে
কিন্তু মন নামের বায়বীয় দেহের
সেই জিভের কথা অজানা আছে অনেকের
মন নামের সেই জিভ ব্যাটা
ভালোবেসে খায় শুধু অক্ষর বিদ্যা
সুবিদ্যা ভালোবেসে তার প্রথম পছন্দ
অবশ্য মন যদি সেই বিদ্যা প্রতি থাকে রত
ঝাল, টক, মিষ্টি, নোনতা, তেতো
নানা স্বাদের বিদ্যা ভালোবেসে তার চাই আরও
রঙিন মনের চাহিদা নানা স্বাদের খাবার
আর সাদা মনের খাবার বিদ্যার প্রতি ভালোবাসার
দেহের প্রয়োজনে যেমন দেহের খাবার দিতে হয়
তেমনি সুস্থ মনের প্রয়োজনে সুবিদ্যা জোগাতে হয়
স্থূল দেহ যেমন দেখতে পাওয়া যায়
তেমনি স্থূল খাবারে সেই দেহ ভবে সুস্থির রয়
কিন্তু বায়বীয় মনের দেহে
ভালোবেসে বায়বীয় খাবারই লাগে
সেই অদৃশ্য খাবারের চাষ হয় যে জমিতে
কাগজ কলম দিয়ে তা আঁকতে হয় মনের গভীরে
কোথায় পাবো আমি সেই জমির বীজ
পতিত জমি রাখবো না আর যদি ভালোবেসে পাই তার হদিশ।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা