একমনে ছবি আঁকে সে মনে মনে
ভালোবাসবো কিভাবে কতভাবে
সময় যখন থমকে দাঁড়ায়
ভালোবাসার তখন কী হবে উপায়
সেই ভালোবাসার মানে কী হবে
জীবাত্মা বাস করে যখন পরমকে ঘিরে
জীবাত্মা যেমন করে ভালোবাসে পরমকে
তেমন করে তুমি শুধু ভালোবাসো আমাকে
আত্মা থেকে আকাশ উৎপন্ন
এখন তুমি বলো কাকে ভালোবাসো
কারণ ব্যতিরেকে কার্যের কোনো স্থিতি নাই
তাই জ্ঞানকে ভালোবাসা ছাড়া গতি নাই
দিন ও রাতের মধ্যে কোনোরূপ ব্যবধান না রেখে
ভালোবাসো দুই মন এক করে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা