নতুন করে শব্দব্যয় অর্থহীন
কারণ জ্ঞানময় জ্ঞানের আধার ভালোবাসে যা নয় তা অর্থবিহীন
বিদ্যাচর্চার কমলবনে দাপাদাপি করে আমার সজীব মন
তবুও ভালোবেসে বিদ্যাতত্ত্ব অনুশীলনে রাজি নয় অবুঝ মন
চিত্তেই ভালোবেসে বাস করে, আকাশের ন্যায় নির্মল হৃদয়
তবুও হৃদয় প্রীতিরসে মন কেন দ্রবীভূত নয়
কালের চিরচঞ্চল গতি হয় যদি মনোগত
তবে জ্ঞানকে ভাল না বেসে অবজ্ঞাবাক্য শ্রবণে তিনি হন বিস্মিত
ভালোবেসে কালের কী বিচিত্রতা
চিন্তা চর্চা অনুশীলন দর্শনে মন কেন দেয় বাঁধা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা