ভালোবেসে কোন পথে যাবে সময়ের আগে কেউ কী তা বলতে পারে
তার কারণ জানা আছে জ্ঞানী গুণী পন্ডিত যত পাবে
ভালোবেসে ক্ষমতায় এলে মানুষ কী অত্যাচারী হয়
না কী চরিত্রের প্রকাশ পায় ক্ষমতায়
ন্যায়কে ভালোবাসার অভাবে ক্ষমতা যদি হাতছাড়া হয় একবার
তার অবস্থা তখন নদীতে জেগে ওঠা যেন বালুচর
ক্ষমতার লোভে যারা ক্ষমতায় আসে
জ্ঞানকে ভালোবাসে না বলে ক্ষমতাই তাকে অন্ধ করে রাখে
ব্যথিত বেদন কী যাতনা বিষে বুঝিবে সে কিসে
নিঃসন্তান রাজা সন্তান সম প্রজার ব্যথা ভালোবেসে বুঝিতে না পারে
ভালোবেসে লঙ্কায় গেলে যদি রাবণ হয়
তবে বিভীষণ কোন শক্তি বলে লঙ্কায় রয়
স্থান মাহাত্ম্য, ব্যক্তি মাহাত্ম্য, ক্ষমতার মাহাত্ম্য
ভালোবেসে কে ঠিক করেন সেই অদৃষ্ট।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা