অদ্যই সুপ্রভাত এবং অদ্যই সুনক্ষত্র হবে
জ্ঞানকে ভালোবেসে যদি ডাকো কাছে
অকালকে কাল বলে যেবা ভালোবাসে
কালের গর্ভে সে যে যায় হারিয়ে
অবিশ্বাস্য বিষয়ে ভালোবেসে বিশ্বাস করে যে জন
অস্থিরকে স্থির বলিয়া তার হয় অবধারণ
অতি চপলা চঞ্চলা মনকে
ভালোবেসে ধর তুমি শক্ত হাতে
জ্ঞানকে ভালোবেসে শোককালেও শোক করিও না
আর হর্ষকালেও হৃষ্ট হইও না।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা