ভালোলাগা থেকে হবে আমার ভালোবাসা
সেই আশায় ভর করে তোমায় ভালোবাসা
কল্পনাকে দিয়েছি স্বপ্ন তৈরী করতে
সেই স্বপ্নে তুমি আমি ভেসে বেড়াবো মেঘে ভর করে
যে অনুভূতি দিয়ে তোমায় আমি ভালোবাসি
সেই অনুভবের ছোঁয়া শুধু মনই অনুভব করে দেখি
তোমার আমার বন্ধুত্ব ভালোবেসে ধরে রেখেছে যে মন
আজও সেই মনকে চিনতে পারলাম না সে কী ধন
ভালোবাসা শেখাও তুমি মনের গভীরে থেকে
তবুও তোমায় ভালোবেসে চিনতে পারি না সেই মন নেই বলে
ভালোবেসে কত শিক্ষা দিলে তুমি এ জীবনে
তবুও কেন বিফল জন্ম বলে লোকে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা