হে মন, ভালোবেসে সৎকর্ম - সম্পাদনে তুমি অবিচল ও শান্ত হও
এবং সৎকর্মের প্রভাবে অজ্ঞান শত্রুদের মূলও ছেদন কর
জ্ঞান ভক্তি কর্ম ভালোবেসে ঈশ্বরের অঙ্গস্বরূপ বলে বিবেচিত
হে শুদ্ধসত্ত্বরূপ, তাইতো তুমি মহান, মহৎ ধ্বনিযুক্ত
মেঘ সূর্যরশ্মি আচ্ছাদন করে, মেঘে আকাশ আচ্ছন্ন হয়
আর জ্ঞানকে ভাল না বাসলে অজ্ঞান অন্ধকারে বিবেক ঢেকে যায়
জ্ঞান শুদ্ধসত্ত্বরূপ, অভিষ্টপূরক ও প্রকৃষ্ট চৈতন্যসম্পাদক
ভালোবেসে সকলের বহনকর্তা আবার পাপীদের সন্তাপক
জ্ঞান ভালোবেসে সকলের তত্ত্বজ্ঞানদাতা ও ক্রান্তদর্শী
শুদ্ধসত্ত্বরূপের গ্রাহক আবার শুদ্ধসত্ত্বের আধার তিনি।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা