প্রভু তুমি আমার প্রাণ তুমি আমার নাথ
তবে আমি কেন এই বিশ্ব মাঝে এত অনাথ
শত হাজার কোটি সন্তান তুমি পালন কর এই ধরা ধামে
আর আমার জীবন সঙ্গিনীর সাথে বিবাদই না মেটে
আমার ঔরসজাত পুত্র কন্যারা ভাবে
আমি শুধু টাকা তৈরীর যন্ত্র অন্য কিছু না জানে
ছোট্ট এই সংসারে জীবন যৌবন অর্থ সব দিয়েছি ঢেলে
এখন আমি অনর্থ হয়ে দিন কাটাই তাদের কাছে
আমার অর্ধাঙ্গিনী বলে তুমি আমায় কী দিয়েছো জীবনে
আর পুত্র কন্যার কাছে অন্য পিতার গৌরব শুনতে হয় কানে
আপন ঘরেই ভাল না আমি কারো কাছে
আর বাকি সবাই দেখে আমায় সংসারের আগাছা হিসেবে
যতদিন এই সংসারে অর্থ দিতে পারি
ততদিনই আমায় সমীহ করে পাক্কা সংসারী
অর্থের যন্ত্ররূপে অনর্থ ব্যবহার
শেষ বয়সে বুঝেও কিছু করে উঠতে পারি না আর
প্রভু তুমি যে মায়ামোহে গড়েছো এ সংসার
সেই মায়ামোহ বাদ দিলে তুমি ছাড়া সকলি দেখি অসাড়
মিথ্যে মায়ামোহ একটি ভ্রম যন্ত্র ছাড়া কিছু নয়
এই যান্ত্রিক জগতে না এলে সেটা আবার বোঝা দায়
তোমায় স্মরণ করবো বলে এসেছি এই ভ্রম যন্ত্রে
অথচ এই জগৎ যন্ত্রে এসে তোমার কথাই আছি ভুলে
বাহ্যিক ইন্দ্রিয় স্পর্শ এই জগতের সেরা মোহ মায়ার যন্ত্র
আর তোমার কথা অন্তরে জাগলে তা হয়ে ওঠে জীবনের মূল মন্ত্র।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা