ভয়ঙ্কর জিহবার বিষে আমি আক্রান্ত
যার কোষে কোষে বিদ্যমান অসংখ্য ক্ষতচিহ্ন
খাদ্য গ্রহণ, পুণ্য অর্জন অথবা পাপ বিতরণ
এই তিন ছাড়াও বহু কর্ম হয় সংগঠন
জিভের লাগাম পারি না টেনে ধরতে
তাই লিপ্ত হই অসংযত কর্মে
যে যুদ্ধে আমাকে কেউ পরাস্ত করতে পারবে না
সেই যুদ্ধের জিহবাস্ত্র সঙ্গে রাখতে ভুল হয় না
যে অন্যায্য কথাটি না বললেও চলে
কিন্তু জিহবাস্ত্র অনবরত তাগাদা দেয় বারুদ ভরা মুখে
শুভ অশুভ দুই গুলিই লোড করা থাকে বাগ্-যন্ত্রে
আমি শুধু একটিরই ব্যবহার শিখেছি অন্যটি ভুলে।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা